
জিএম আব্দুস সালাম,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তেলিখালি সুইচ গেটের পাশে সালতা নদীর চর থেকে খুলনা জেলার রুপসা নৌ-পুলিশের সদস্যরা অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ রবিবার দুপুর ১২টা দিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে পুলিশ পরিদর্শক মুন্নাফ নিশ্চিত করেছেন।
সূত্র জানান, ডুমুরিয়া থানা পুলিশের নিকট থেকে খবর পেয়ে ঘটনা স্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পরনে কালো রঙের প্যান্ট পরা, খালি গায়ে, মুখে হালকা দাঁড়ি ছিল। নৌ-পুলিশের পরিদর্শক মুন্নাফ জানান, লাশে পচন ধরায় তার শরীরে কোন ক্ষত ছিল কিনা তা নির্ধারন করা যায়নি। ময়না তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে। রুপসা নৌ-পুলিশের পক্ষ থেকে থানা একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।