1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ভোলার চাঞ্চল্যকর টিটু হত্যাসহ ০৭ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৫৯ বার দেখা হয়েছে

খাইরুল ইসলাম হৃদয়,জেলা প্রতিনিধি ভোলাঃ-

গত বছরের (২৬ নভেম্বর) ২০২১ তারিখে ভোলার মেঘনা নদীতে মদনপুরের ইউপি চেয়ারম্যান আকম নাসিরউদ্দিন নান্নু সহ ইউপি সদস্যদের বহনকারী ট্রলারে ফিল্মিস্টাইলে দুবৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবলীগকর্মী টিটু (৩৫) হত্যা মামলা সহ আরো ৬ মামলার পলাতক আসামী মোঃ সামসুদ্দিন (৪৮) কে নোয়াখালী জেলা থেকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছে ভোলার পুলিশ সুপার কার্যালয়।

ভোলার আলোচিত হত্যাকান্ড ভোলা সদর মডেল থানাধীন নাসিরমাঝি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ফিল্মিস্টাইলে যুবলীগকর্মী খোরশেদ আলম টিটু (৩৫) হত্যা মামলার অন্যতম আসামি শামসুদ্দিন (৪৮) কে ভোলার এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে (সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা) পুলিশের একটি টিম তাকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন কাজীরহাট এলাকা থেকে সোনাইমুড়ী থানা পুলিশের সহযেগিতায় গ্রেফতার করা করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী শামসুদ্দিন কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে তার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার দিন সংঘটিত অপরাধের বিস্তারিত তথ্যসহ কিলিং মিশনে অংশ নেয়া অন্যান্যদের বিষয়েও অনেক গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে। তার দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতঃ জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত শামসুদ্দিন পেশাদার অপরাধী এবং হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামী ছিলেন।
আটকের পর গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এ ধরনের বহুল আলোচিত চাঞ্চল্যকর ঘটনার আসামীকে গ্রেফতার করায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখাকে ভোলাকে অভিনন্দন জানিয়েছেন ভোলার বিশিষ্টজন ও নেটিজেনরা।

উল্লেখ্য, ভোলা সদর থানা সুত্রে জানা গেছে আসামী শামসুদ্দিনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ০১টি হত্যা মামলা সহ তজুমদ্দিন থানায় ০১টি হত্যা মামলা, ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ০১টি চাঁদাবাজি মামলা, বোরহানউদ্দিন থানায় ০১ ডাকাতি সহ চাঁদাবাজি ও ০১টি দ্রুত বিচার আইনে মামলা, লক্ষীপুর সদর থানায় ০১টি অপহরণ করে চাঁদা আদায় ও ০১টি অস্ত্র মামলা সহ মোট ০৭ টি মামলার তথ্য পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০