
খুলনা জেলা প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বটিয়াঘাটা উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৫মে বৃহস্পতিবার বিকালে বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা ভবনে অমরেশ বিশ্বাসের সভাপতিত্বে ও সঞ্জয় মন্ডল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা শাখার আহ্বায়ক মোঃ রাকিবুজ্জামান সরদার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটি ও খুলনা বিভাগীয় আহবায়ক আব্দুল গনি,খুলনা বিভাগীয় সদস্য সচিব ও যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর জাহিদুল ইসলাম লিপু,কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সুফিয়ান বিশ্বাস,কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের শেখ শাহিন,খুলনা বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ইরিনা নাজনীন,এবং শেখ রহমতুল্লাহ টিপু, জেলার সদস্য সচিব বিশ্বজিৎ সরকার সহ আরো অনেকে। ##