
খুলনা জেলা প্রতিনিধি
অবশেষে সাসপেন্ড করা হলো অপকর্মের হোতা পিবিআই অসিসারকে। খুলনার কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি পিবিআই পরিদশর্ক মঞ্জুরুল আহসান মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান। তিনি বলেন,পরিদর্শক মাসুদ পলাতক ও মামলার আসামি হওয়ায় উর্ধতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।
এলাকার সিসি ক্যামেরায় ফুটেজ থেকে পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ এবং উক্ত ছাত্রী ঐ বাড়ীতে একত্রে যাওয়া এবং অনেক পরে বের হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। ছাত্রীটি এর আগেও পিবিআই অফিসে মাসুদের সাথে দেখা করেছিল। ছাত্রীটি সেদিন ঐ অফিসে যাওয়ার আগে বাসা হতে এক সেট অতিরিক্ত পোষাকও নিয়ে গিয়েছিল বলে সূত্রে জানা যায় ।