
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
দুঃশাসন হটাও, ব্যাবস্থা বদলাও, বিকল্প গড়ো,এই স্লোগান কে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটা উপজেলা সদর ও বাজারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) বটিয়াঘাটা শাখা কর্তৃক আয়োজিত র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত র্যালীতে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সিপিবি নেতা নিতাই গাইন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক রসিদুজ্জামান, উপজেলা সিপিবি’র সভাপতি অশোক সরকার, সাধারন সম্পাদক সুবীর বর্ধন, সিপিবি নেতা তুলসী রায়, এড.সঞ্জিত রায় সহ আরো অনেকে।
র্যালীতে বক্তারা বলেন,বটিয়াঘাটা উপজেলার যে সকল নদী ভরাট হয়ে গেছে, তা নদী পুনঃ খননের জন্য জোর দাবী জানান। বর্ষা মৌসুমে উপজেলার সকল স্লুইচ গেট উন্মুক্ত করা সহ ঝুকিপূর্ণ ভেঁড়ীবাধ নির্মানের জোর দাবি জানানো হয়।