
আবদুল কাদের, কক্সবাজার
২৩ মে ২০২২, সোমবার বিকাল ৫ টায়, কক্সবাজার জেলা প্রসাশনের উদ্যোগে জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামসহ অারো অনেকে।
এসময় জেলার বিভিন্ন স্থান থেকে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাথে আসা তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এক দিনের সরকারী সফরে আজ ২৩ শে মে সোমবার, বিকেল ৪ টায় ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম মোজাম্মেল হক।