
খুলনা জেলা প্রতিনিধি
খুলনায় দুই দিনব্যাপি শিশুদের মনস্তাত্তি¡কের ওপর প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার থেকে কর্মশালাটি শুরু হয়ে শনিবার বিকেলে শেষ হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা দলিতের স্ট্রেনদেনিং হেল্থ অ্যান্ড অ্যাডুকেশন অফ দ্যা চিলড্রেন অ্যান্ড দেয়ার ফ্যামিলি অফ সুন্দরবন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এফএডিভি’র অর্থায়নে কারিতাস খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণকেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় প্রশিক্ষণ পরিচালনা করেন এফএডিভি’র মনোসামাজিক কাউন্সিলর বিদিশা বর্মন। প্রশিক্ষণের উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিকাশ কেন্দ্রের শিশু মনোবিজ্ঞানী ও মনোসামাজিক কাউন্সিলর বিশেষজ্ঞ চিকিৎসক মো: আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।
কর্মশালায় বক্তারা বলেন, স্বাভাবিক স্বাস্থ্যসেবার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব অপরিসীম। শিশুরা অসুস্থ্য হলে যেভাবে চিকিৎসাসেবা নেওয়া হয়, ঠিক সেভাবে মানসিকভাবে সুস্থ্য হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেবা নেয়া প্রয়োজন। এছাড়া বর্তমানে শিশুরা শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নির্যাতিত হচ্ছে। যার ফলে তাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি ব্যহত হচ্ছে। তাই মনস্তাত্তি¡ক চিকিৎসাসেবার মাধ্যমে শিশুদের সুস্থ রাখার বিকল্প নেই।