1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

মুরাদনগরে সরকারি হাসপাতাল থেকে এক দালাল আটক, জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালাল চক্রের এক সদস্যকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দালাল চক্রের সদস্য হলেন, উত্তম দেবনাথ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ জানান, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র রোগীদের ভুল তথ্য দিয়ে ব্যক্তিমালিকানাধীন বেসরকারি ক্লিনিক ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে রবিবার বেলা ২টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে এক দালালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এমন অপরাধ আর না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।
এ সময় ৫০ সয্যা বিশিষ্ট মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০