1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

স্বামীর হাতে দুই সন্তানসহ স্ত্রী খুন

রানা রহমান
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৬৬ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি :

স্বামীর পরকীয়ার জেরে নরসিংদীতে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যা করেছে জানা গেছে । এই তথ্য নিশ্চিত করেন পিবিআই এর নরসিংদী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। রোববার (২২ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার ভাবলা গ্রামের শেখ বাড়ির পৃথক দুটি ঘর থেকে তিন মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো,বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫), তার ছেলে রাব্বি শেখ (১৩) এবং মেয়ে রাকিবা আক্তার (৬)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলো। অন্যদিকে তার স্বামী গিয়াস উদ্দিন পেশায় একজন রং মিস্ত্রী কন্ট্রাকটর।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় একজন ঘরের দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পায়। পরে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়ে ঘরে ঢুকে দর্জি রাহিমা বেগমের মরদেহ দেখতে পায়। পাশের ঘরে পাওয়া যায় তার দুই সন্তান রাব্বি শেখ এবং রাকিবা আক্তারের মরদেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুপুর নাগাদ নিহতের মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সময় নিহতের স্বামী গিয়াস উদ্দিন দাবী করেন, তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন। রাতে বাড়িতে ছিলেন না তিনি। পাশের বাড়ির এক জনের সাথে তাদের বিরোধ ছিলো এবং তারাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন।

ওই ঘটনায় পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, নিহতের স্বামী ও দুই সন্তানের বাবা গিয়াস উদ্দিন নিজেই তাদের হত্যা করেছে বলে আমাদের কাছে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। গিয়াস উদ্দিন দাবী করছিলেন, তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন। কিন্তু তার ফোন ট্রেক করে আমরা জানতে পারি তিনি গাজীপুর নয়, এই অঞ্চলেই ছিলেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ক্রিকেট খেলার ব্যাট এবং চাকু দিয়ে তাদের আঘাত করেছিলেন বলে জানিয়েছেন আমাদের। তাকে নিয়ে আমরা অভিযান করছি হত্যা ব্যবহৃত আলামত উদ্ধার করার জন্য। নিজের পরকীয়ার জেরে এমন হত্যাকান্ড সংঘটিত হয়েছে। বাকিটা তদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০