
খুলনা জেলা প্রতিনিধি
আজ সকাল আনু: ৭ টার সময় ডুমুরিয়া থানার শরাফপুর ইউনিয়নের তেলিখালী সুইচ গেটের সামনে নদীর চরে পাওয়া গেছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ। এসময় তার পরনে ছিলো কালো রঙ্গের ফুল প্যান্ট। তার শরীরে কোন পোষাক ছিলোনা। ঘটনাস্থলে থানা পুলিশ ইতিমধ্যে পৌচেছে।