
খুলনা জেলা প্রতিনিধি
দাকোপ উপজেলার পেটিকাটা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এ ঘটনায় পেটিকাটা গ্রামের মৃত কিনুরাম ছেলে রবীন্দ্রনাথ মন্ডল বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার নিজ বাড়ির গাছের ডাল কেটে বাথরুমের খুঁটি তৈরি করার সময় প্রতিপক্ষ পিয়ার ক্ষতি করার উদ্দেশ্যে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ওই খুঁটির ছবি তুলে তা সুন্দরবনের নিষিদ্ধ গাছ আখ্যা দিয়ে প্রকাশ করে। যা ফেসবুকে দেখার পর প্রতিবাদ করলে পিয়ার ওইদিন সন্ধ্যা ৬টার দিকে সহযোগিদের নিয়ে ভুক্তভোগির বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে অনুপ্রবেশ করে হামলাকারীরা দেশি অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। তখনি রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে বিজয়ন মন্ডল বাঁধা দিতে গেলে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের দা’র কোপের বিজয়নের মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্ত্রী শ্যামলী মন্ডল ছেলেকে রক্ষা করতে আসলে তাকেও বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ১৭ মে চারজন হামলাকারীর নাম উল্লেখ করে দাকোপ থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে উপজেলার পেটিকাটা গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে পিয়ার মন্ডল (৩০), মৃত ভবেন্দ্রনাথ মন্ডলের ছেলে নিরঞ্জন মন্ডল (৫৫), নিরঞ্জন মন্ডলের স্ত্রী সরলা মন্ডল (৫০), পিয়ার মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল (২৮)।
জানতে চাইলে দাকোপ থানার সহকারি উপপরিদর্শক মো. আলম মোল্যা মুঠোফোনে বলেন, ঘটনা জানার পর হাসপাতালে গিয়ে দেখি আহত বিজয়ন মন্ডলের মাথায় তিনটি সেলাই লেগেছে। অভিযোগ পেয়ে তদন্তও করেছি। ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। যা নথিভুক্ত করা হবে।