1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

কুমিল্লা জেলা ছাত্রলীগের ৫ কমিটি বিলুপ্ত ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৮৭২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা ছাত্রলীগের পাঁচটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকালে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা দক্ষিণ জেলা শাখা গত ১ মে বরুড়া উপজেলা ছাত্রলীগের যে কমিটি করা হয়েছে তা বিলুপ্ত ঘোষণা করা হলো।
পাশাপাশি গত ৮ এপ্রিল বরুড়া উপজেলা শাখা, বরুড়া পৌর শাখা ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত করা হলো।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একই সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্তদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০