1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

হঠাৎ বাড়ানো হলো ইজিবাইক ভাড়া! যাত্রীদের সাথে চালকদের চলছে উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫৫৫ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি

হঠাৎ করে কোন কারণ ছাড়াই ইজিবাইক মালিক সমিতি ভাড়া বাড়িয়ে দিলো দিগুন টাকা। আর এই সুযোগে গাড়ি চালকরা যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ভাড়ার দিগুন অর্থ। যার ফলে ঐ চাকলদের সাথে প্রতিনিয়ত ঘঠছে হাতাহাতি। এই নিয়ে দু’বার বাড়ানো হলো ইজিবাইক ভাড়া। চালকদের অত‍্যচারে অতিষ্ঠ হয়ে উঠেছে যাত্রীরা। অ

রায়পুর,ফুলবাড়ি থেকে বটিয়াঘাটা পযর্ন্ত ভাড়া ছিলো প্রথমে ৩০ টাকা। কিছুদিন পর তা বাড়িয়ে করা হলো ৪৫ টাকা। এখন বতর্মান ভাড়া বাড়িয়ে করা হয়েছে ৭০ টাকা। হঠাৎ রাতারাতি ইজিবাইক ভাড়া দিগুন হওয়ার কারনে ফুসে উঠেছে আমজনতা। সচেতন মহল ভাড়া বৃদ্ধির জন্যে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।

গাওঘরা ইজিবাইক মালিক সমিতি কর্তৃপক্ষর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

গাওঘরা ইজিবাইক মালিক সমিতির উপদেষ্টা শেখ মোঃ শাহারুজ্জামান শাহারিয়া বলেন,বিষয়টি আমি দেখছি,কি করা যায়। এত ভাড়া বাড়ানো তো হঠাৎ করে সম্ভব না।

অনেকে বলছেন,ঈদের কারনে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু ঈদতো হয়ে গেছে। তাহলে এখন ভাড়া বেশি কেন।

অন্যদিকে সরকার ঘোষিত নিবন্ধন ছাড়া ইজিবাইক চালানো সম্পূর্ণ নিষেধ। নিবন্ধন ছাড়া চলছে যত্রতত্রভাবে ইজিবাইক। যে কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দূর্ঘটনা। নিয়ন্ত্রণহীনভাবে চলছে ইজিবাইক। অধিকাংশ চালকদের নেই কোন অভিজ্ঞতা। ফলে যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে চলেছে। অন্যদিকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারা তাদের ইজিবাইক চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাড়ির চালকরা মানছেনা স্বাস্থ্যবিধি। কোন চালকের মুখে মাক্স দেখা যায় না। তাদের গাড়ির সমনে ঝুলানো থাকে মাক্স।

ইজিবাইক রাস্তায় যত্রতত্রভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। লাগামহীনভাবে চলছে ইজিবাইক। নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনের একটি মহল। এভাবে চলছে প্রতিনিয়ত ইজিবাইকের দৌরাত্ম। ইচ্ছামত তারা তাদের ভাড়া নির্ধারণ করে থাকে। সরকারি সিডিউল মোতাবেক ভাড়ার দিগুন টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। অতিরিক্ত ভাড়া বাড়ানোর কারণে যাত্রীদের সাথে প্রতিনিয়ত ঘটছে হাতাহাতি-মারামারি।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০