
খুলনা জেলা প্রতিনিধি
খুলনায় ঈদের প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে, এছাড়া সকাল আটটায় খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটে, সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে, সকাল নয়টায় টাউন জামে মসজিদে এবং সকাল সাড়ে ৭ টায় মুজগুন্নি আবাসিক বায়তুন নাজাত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াতের নির্ধারিত স্থান পরিদর্শন করেন,খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার সকাল ৯টায় খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াতের নির্ধারিত স্থান খুলনা সার্কিট হাউজ ময়দান সরেজমিন পরিদর্শন করেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার, কেসিসি‘র নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খানসহ উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।