1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

কুমিল্লায় পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতা ও সাংবাদিক লাঞ্ছিত, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধর ও সংবাদ সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় কুমিল্লা ১নং আমলি আদলতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ প্রদান করেন।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
আদেশ কপিতে উল্লেখ করা হয় চেয়ারে বসায় ৩ সেবাগ্রহীতাকে পেটালেন ডিডি উল্লেখিত শিরোনামের সংবাদ আদালতের গোচরীভূত হয়েছে। এ সংবাদ সত্যি হয়ে থাকলে অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদা ফৌজদারি অপরাধ সংঘটন করেছেন। তাছাড়া সংবাদকর্মী রাকিবুল ইসলাম রানা ও সাফিকে সাংবাদিক হিসেবে তাদের দায়িত্ব পালনে বাধা প্রদান করা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া ও আইন বিরোধী মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয় ।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আদালতের পেশকার খোরশেদ আলম বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন মহোদয় স্বপ্রণোদিত হয়ে এ আদেশ প্রদান করেছেন। আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তদন্তের সময় উক্ত সংবাদের প্রতিবেদককে সার্বিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, এ জাতীয় আদেশ কপি আমাদের কাছে এখনও আসেনি। কপি এলে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হবে ।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল সোমবার দুপুর ১২টায় কুমিল্লায় পাসপোর্ট অফিসে তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ উঠে উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে। এ ঘটনার বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মো. সাফি ও ম্যাক নিউজের রাকিবুল রানাকে লাঞ্ছিত করে ভিডিও ধারণের সময় মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০