1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

কুসিক ১৩নং ওয়ার্ডেকে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করবো- মো: কাউছার হোসেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬০৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সর্বত্র সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চান কাউন্সিলর প্রার্থী মো: কাউছার হোসেন ( ডিস কাউছার)। সব রকমের ভোগান্তি অবসানে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এছাড়া, সর্বাধুনিক মডেল ওয়ার্ড গড়ার পাশাপাশি বৃক্ষ রোপণের মাধ্যমে এলাকাটিকে গ্রিন জোন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তিনি বলেন, আমি ছাত্র রাজনৈতিক জীবন ও কর্ম জীবন থেকেই নানামুখী সৃজনশীল সামাজিক উন্নয়ন মূলক কর্ম-কান্ডের মাধ্যমে সমাজকে পাল্টে দেয়ার স্বপ্ন দেখি। এলাকার তৃনমুল নেতা-কর্মী ও সকল শ্রেনী-পেশার মানুষের সাথে রয়েছে তার সু-সম্পর্ক ও সার্বক্ষণিক যোগাযোগ।

তিনি কাউন্সিলর নির্বাচিত হলে, নিজস্ব “হট লাইন” নামক একটি টেলি সেবা চালু করে এলাকার যেকোনো সুবিধা অসুবিধা নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।

এলাকায় কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক থাকবে না ইনশাআল্লাহ। প্রশাসন ও সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মাদক, চুরি, ছিনতাই মুক্ত এলাকা গড়ে তোলা হবে।

এছাড়াও মাদক সেবী ও তাদের পরিবারদের সাথে বসে কিভাবে মাদকাসক্তদের মাদক থেকে ছাড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এসব বিষয়ে নিয়মিত কাউন্সিলিং করা হবে। সমাজকে মাদক মুক্ত করতে সবার পরামর্শ নিয়ে দলমত নির্বিশেষে হাতে-হাত রেখে একসাথে কাজ করারও অঙ্গিকার করেন তিনি।

এলাকার বেকার যুবকদের জন্য কুমিল্লা ইপিজেডে চাকরি ব্যবস্থা ও ব্যক্তিগত ভাবে বিভিন্ন প্রতিঠান কর্মসংস্থান করার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি সুন্দর ও বাসযোগ্য পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলাসহ ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতাদূরিকরণ ও সড়কের বাতিসহ এলাকার সুবিধাবঞ্চিত গরীব-অসহায়দের দৌড়গোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে।

তিনি আরো বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে নাগরিক সকল সমস্যা সমাধানের পাশাপাশি সকল শ্রেনী-পেশার মানুষকে সমন্বয় করে এলাকার উন্নয়নে যা যা করনীয় সব কিছুই করা হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০