1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

চুইঝাল,মাল্টা লেবু চাষে ব‍্যাপক সাড়া ফেলেছেন বটিয়াঘাটার সুব্রত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬৩৭ বার দেখা হয়েছে

এইচ এম সাগর,খুলনা জেলা প্রতিনিধি ->>

খুলনা বটিয়াঘাটা গ্রামের কৃষক নিহার রঞ্জন মন্ডলের ছেল সুব্রত মন্ডল তাদের নিজের এক একর জমিতে চুইঝাল,মাল্টা,দার্জিলিং ও সীডলেস লেবু চাষ করে এলাকায় ব‍্যাপক সাড়া ফেলেছেন।

সীডলেস লেবু (বীজ বিহীন) বাজারে কাগজি লেবু নামে পরিচিত। পাশাপাশি পুষ্টি বাগান,ভার্মি কম্পোস্ট সার, যেটাকে কেচো সার নামে পরিচিত। বটিয়াঘাটায় চুইঝাল, মাল্টা ও দার্জিলিং চাষ করছেন তিনি।

বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা গ্রামের “সুদীপ্ত কৃষি খামারের” মালিক সুব্রত মন্ডল বলেন,২০১৯ সালে ৩০৮ টি বারি জাতের মাল্টা,২০ টি দার্জিলিং জাতের কমলা, দেশি জাতেন ছোট চুই (ওলচুই) প্রায় দুই হাজার টি ও সীড লেস লেবু লাগিয়েছেন। তিনি বলেন,এই প্রথম চাষ করে যে পরিমান মাল্টা ও চুই পেয়েছি এতেই আমরা অনেক খুশি। প্রতিগাছে ১০ কেজি পরিমান মাল্টা তিনি পেয়েছেন। এছাড়া একটি চুই গাছ থেকে এখন প্রায় প্রতিটি গাছের গোড়ায় কম হলেও ২০/২৫ টি করে চুই গাছের ডাল পালা গজিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ না হলে তিনি এবার দ্বিগুণ লাভবান হবেন বলে আশাবাদ করেন। একই সাথে লাগানো হয় চুইঝাল,বর্তমানে বিক্রির উপযোগী হয়ে গেছে। ইতোমধ্যে প্রায় তিন লাখ টাকার পরিমানে চুইঝাল বিক্রি করেছেন। চুইঝালের বর্তমান বাজার মুল্য কেজি প্রতি ৫/৬ শত টাকা। এক একর জমিতে সে শুরু করেন এই প্রকল্প। এর আগে সে খুলনায় টিউশনি করতেন বলে জানান। অল্পদিনে সে এই ব‍্যাবসায় এসে অনেক লাভবান হয়েছেন বা হচ্ছেন। সুব্রত দাবি করেন,বছরে সে তার এই খামার থেকে সর্বনিম্ন ৫০/৬০ লাখ টাকার চুই,লেবু,মালটা বিক্রি করবেন।

এছাড়া বটিয়াঘাটায় অনেকে বাড়ীর আঙ্গীনায়, ফেলে রাখা উচু জমিতে চুইঝাল লাগিয়ে নিজেদের খাবার চাইদা মিটিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করছেন। ছোট খাটো সংসার এই সব সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন। অল্প খরচে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা।
নতুন জাতের সীডলেস লেবুর চাষ করছেন তারা। এই সকল ফলের বাগান পরিদর্শনে গেলেই সকলে মুগ্ধ হচ্ছে বাগান দেখে।

ইতোমধ্যে খামার পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনার,এডিসি,কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিএডিসি’র চেয়ারম্যান,ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জেলা কৃষি অফিসার, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার,বটিয়াঘাটা কৃষি অফিসার ও বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বটিয়াঘাটা কৃষি অফিসের দেয়া বিভিন্ন প্রজেক্ট পুষ্টি বাগানের সামান্য জমিতে পাবেন বার মাস শাক সবজি। বটিয়াঘাটা কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষ্ণপদ মন্ডল এর সাথে কথা বলে জানা যায়,এই ব্লকের দ্বায়িত্বে তিনি। এই বাগান শুরু থেকে তিনি সকল পরামর্শ ও টেকনিক্যাল সহযোগিতা করেন। তিনি বলেন,যখনই তারা ডাকেন,আমি সেই মুহূর্তে পাশে ছুটে যেয়ে পরামর্শ দিয়ে থাকি।

খামারি সুব্রত মন্ডল বলেন,তার এই কাজে তার পরিবারের সকল সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন। তিনি আরো বলেন,বাজারে এখন বিষে ভরা সকল ফল। কোনটাই খাবারের উপযুক্ত নয়। আমি চেষ্টা করছি বিষ মুক্ত বিভিন্ন ফলের চাষ করতে। সরকারি সহযোগিতা পেলে আরও বড় করে ফলের চাষ করতে পারতাম। তাই তিনি সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে আর্থিক সহযোগিতা সহ সকল ধরনের সহযোগিতা পেতে চান।

এবিষয় বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম বলেন,উপজেলায় এই প্রথম এতো বড় কৃষি খামার করেন খামরি সুব্রত মন্ডল। আমরা তার সার্বিকভাবে সহযোগিতা করে থাকি। সরকারি সহযোগিতা সে যাতে পায় তার সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০