1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

গায়ে হাত লাগালে দোষ হয় পা লাগাবো, ভাইজান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি

সাংবাদিকের গায়ে হাত লাগালে দোষ হয়, হাত লাগাবো না। ঐ হলুদ সাংবাদিকের কথা বলছি এর পর হাত লাগাবো না, পা লাগাবো। আপনারা যে যেখান থেকে শুনছেন ঐ হক কে কিছু যদি করতে নাও পারেন তার গায়ে থুথু ফেলায় দিবেন। এ কথাগুলো বলেছিলেন, সৈয়দপুর পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকছেদুল মমিন, তার এই অসংলগ্ন কথায় সুধী সমাজ সহ নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পরেই স্থানীয় দৈনিক দাবানল পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি মোতালেব হোসেন এর ছবি কম্পিউটারের মাধ্যমে এডিট করে জুতার মালা গলায় ঝুলিয়ে সৈয়দপুরের বিভিন্ন স্থাপনায় টাঙ্গিয়ে দেওয়া হয়। যা নিয়ে বিভিন্ন সংসাদবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

সাংবাদিক মোতালেব হোসেন রেলওয়ের কারখানার ব্রাকবোন ড্রেনের উপর পৌরসভা কর্তৃক স্থায়ী সবজি বাজার নির্মানের সংবাদ প্রকাশের পর ১৪ই এপ্রিল ২০২২ রেলের উচ্চ পদস্থ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার শামিম হুসাইন এর উপস্থিতিতে রেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান আকর্ষিক পৌর সবজি বাজার নির্মান কাজ পরিদর্শন করে বন্ধ করে দেবার নির্দেশ দেন। এর পরই ক্ষিপ্ত হয়ে ভাইজান গ্রæপ সাংবাদিক মোতালেব কে মারধর করে, বিভিন্ন সভা সমাবেশ করে।

সাংবাদিক মোতালেব হোসেন জানিয়েছেন, রেলের জমি দখল বিক্রি, বানিজ্য করে খালাসি থেকে কোটি পাতি হয়ে ওঠা উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন নিজের স¤্রাজ্য বিস্তারের জন্য গড়ে তুলেছেন ভাইজান বাহিনী, এই বাহিনী মানুষের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে বেড়ায় সৈয়পুরের। এই বাহিনী দ্বারা নিয়নন্ত্রীত হয় সৈয়দপুরের রেলের অপরাধ জগতের নানা কর্মকান্ড। তিনি রাজাকার পুত্র দিলনেওয়াজ খাঁনকে দলীয় পদ দিয়ে দলকে বিভক্ত করে গড়ে তুলেছেন ভাইজান বাহিনী। এছাড়াও দুদক ও রেলওয়ে কর্তৃপক্ষের দূর্নীতি মামলায় তার বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মামলা রয়েছে।

সবজি বাজার নির্মান কাজ বন্ধ করার বিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিফা আক্তার জাহান বেবির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পৌরসভার মিটিং করে তারপর আপনাকে জানিয়ে দিব কি হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যার যেটা কাজ, সে সেটা করেছে। তবে সম্প্রতি একটি পথসভায় তিনি বলেন, হলুদ সাংবাদিক ৮ হাজার মানুষের ঈদের কোরবানির মাংস বন্ধ করে দিয়েছে। তারা আমার বিরুদ্ধে রাস্তার মিছিল করে, মোকছেদুল মোমিনের দুই গালে জুতা মারো তালে তালে। তাদের এত বড় ক্ষমতা সৈয়দপুর অচল করে দিতে চায় সৈয়দপুরের ব্যবসায়ীরাই এর জবাব দিবে। উপজেলা চেয়াম্যানের এই বক্ত্যের পরের দিনেই সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে সাংবাদিক মোতালেব হোসেনের ছবিতে জুতার মালা দিয়ে টাঙ্গিয়ে রাখা বিভিন্ন স্থাপনায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০