
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি: ১৫৬৯) প্রায় পাঁচ শতাধিক সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে টমছম ব্রিজ ও কোটবাড়ী স্ট্যান্ডের সিএনজি চালিত অটোরিকশা প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের মাঝে লুঙ্গি, সেমাই, চিনি ও চাল বিতরণ করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে নগরীর টমছম ব্রিজ সংগঠনের কার্যালয়ে জাতীয় সংসদের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা শ্রমিকদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রম মন্ত্রনালয়ের কুমিল্লা আঞ্চলিক অফিসের অর্গানাইজার মোঃ গোলাম সহিদ সারোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলম ও কামালসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা।
এ বিষয়ে শ্রমিকনেতা আলম জানান, নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ও সংগঠনের সহযোগিতায় শ্রমিকদের মাঝে ঈদের উপহার হিসেবে ঈদ সামগ্রী, ঈদ বস্ত্র ও নগদ অর্থসহ প্রদান করা হয়।
এ বিষয়ে শ্রমদপ্তরের কর্মকর্তা মোঃ গোলাম সহিদ সরোয়ার জানান, শ্রমিকদের মাঝে এরকম ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি অত্যন্ত খুশি। শ্রমিক নেতার এরকম ভাবে শ্রমিকদের পাশে দাঁড়ানোটা মানবিক কাজ।