1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

কুসিক নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতি নেওয়া হচ্ছে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬২২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী কেন্দ্রগুলোর দূরত্ব এবং এগুলো ঝুঁকিপূর্ণ কি না-এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেন্দ্রগুলোর অবকাঠামোগত নিরাপত্তা কেমন কিংবা বাইরে থেকে পুলিশের কোনও সহায্য লাগবে কি না-এই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। তফসিল ঘোষণা হলে সে অনুযায়ী কাজ করা হবে। তার আগে ওয়ারেন্টভুক্ত এবং দাগী আসামিদের ধরার ক্ষেত্রে পুলিশ সচেষ্ট থাকবে।
বুধবার (২০ এপ্রিল) কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা আছে কি না-এমন পশ্নের জবাবে ডিআইজি বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকে পুলিশ বেশি তৎপর থাকবে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।
সাম্প্রতিক সময়ে কুমিল্লার সীমান্ত এলাকায় অপরাধ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় যেসব সমস্যা রয়েছে সেগুলো স্থানীয়দের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে পাহারা দিয়ে অপরাধ কমানো সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষের অংশগ্রহণও দরকার আছে। এছাড়া ব্রাহ্মবাড়িয়া সীমান্ত এলাকাগুলোতেও সমস্যা আছে সেগুলো নিরসনে ইউনিয়ন পর্যায়ে গিয়ে আলোচনা করে সমাধান করা হবে।
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিআইডির পুলিশ সুপার রিজওয়ান আহমেদ, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার নরেশ চাকমাসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা।
জেলা পুলিশ জানায়, প্রবাসীদের জন্য প্রতি মাসে কুমিল্লা জেলার বিভিন্ন থানা হতে প্রচুর সংখ্যক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়, যা এখন থেকে পুলিশ সুপার কার্যালয় থেকে দেওয়া হবে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা হয়েছে। সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে এবং সময় মতো তা প্রদান করা হবে। যেকোনও জায়গা থেকে অনলাইনে আবেদন করে তা থানার পরিবর্তে ওয়ান স্টপ সেন্টার থেকে নেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০