
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
সাহরির সময় কুমিল্লার রেল স্টেশনসহ মহানগরীর বিভিন্ন স্থানে থাকা গরিব, অসহায় ও দুস্থ পথচারীর মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার পক্ষ থেকে শতাধিক পথচারীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
এমপি আঞ্জুম সুলতানা সীমা বলেন, কুমিল্লা রেল স্টেশনের যাত্রীরা ও সেহরি সময়ের পথচারীরা পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য মানসম্মত খাবার নগরীর বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। বিশেষ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি যতটুকু পেরেছি সাধারণ মানুষকে সহযোগিতা করি এবং আগামীতেও আমার এই সহযোগিতার কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।