1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কুমিল্লায় পিকআপভর্তি ফেন্সিডিলসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৫৮৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা কুমিল্লা সদরের জালুয়াপাড়া এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং একই থানার আড়াইওড়া এলাকা থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায় কে আটক করেছে। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ এপ্রিল রাতে সদরের জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ভিতর অভিনব কায়দায় বিশেষ বক্স তৈরি করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।


আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের জালুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জুম্মন হোসেন(২৭)। উক্ত অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ১৮ এপ্রিল রাতে সদরের আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৩০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের গাজীপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া(৩০)।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিন্ত করেছেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০