1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

গোপালগঞ্জে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬৮০ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ : গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রা, দেয়ালিকা উদ্বোধনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তার নেতৃত্বে ‘আলোকের পথে, প্রভু দাও দ্বার খুলে’ প্রতিপাদ্যে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভাযাত্রার পরে বাংলা বিভাগে ‘বৈশাখী বার্তা’ দেয়ালিকা উদ্বোধন করা হয়। অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বর্ষবরণ উৎসব-১৪২৯ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আর্কিটেকচার বিভাগ ঘুড়ি উড়ানো উৎসব ‘উড়াল’ ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রম্য বিতর্ক প্রতিযোগিতা।

উদীচী রঘুনাথপুর শাখার উদ্যোগে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী অানন্দ শোভাযাত্রা আয়োজন করে। শোভযাত্রটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া নানা কর্মসূচি পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০