1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বটিয়াঘাটায় বিদ্যুতস্পষ্ট হয়ে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৭৮৫ বার দেখা হয়েছে

আছিয়া খাতুন ঝিনুক,বটিয়াঘাটা প্রতিনিধি

উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের নূরনবী হাওলাদার নামের এক যুবক বিদ্যুতস্পষ্ট হয়ে মারা গেছে।
তেতুলতলা গ্রামের মোঃ ছিদ্দিক হাওলাদারের পুত্র সে।
গত বুধবার এই দূর্ঘনা ঘটে।

এলাকাবাসি সৃত্রে জানা যায়,নিহত নুরনবী তার দোকানের পাসে বালিতে পানি দেয়ার জন্য মটর চালানোর সময় বিদ্যুৎপিষ্ট হয়ে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন টের পেয়ে বিদ্যুৎ লাইনটি বন্ধ করে দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন‍্যদিকে একই দিনে সকালে উপজেলার পারসলুয়া এলাকার ছগির হাওলাদার (৪৫) নামের এক কৃষক বিদ্যুতস্পষ্ট হয়ে মারা যায়। সে তার নিজের ধানক্ষেতে বিদ‍‍্যুৎ সংযোগ দিয়ে মটরের মাধ্যমে পানি তুলছিল। আবার অনেকে বলছেন,নিহত ঐ ব‍্যক্তি ধান ক্ষেতে ঈদুর মারার জন‍্য বিদ্যুৎ সংযোগ দেয়। পরে তারই নিজের ঈদুর মারার বিদ্যুৎ সংযোগ ফাঁদে নিজেই নিহত হয়। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কতৃপক্ষ এবিষয় কিছু বলতে রাজি হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০