1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

খুলনায় পানির সংকটে নাগরিক ঐক্যের উদ্বেগ প্রকাশ!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৫৯৫ বার দেখা হয়েছে

এইচ এম সাগর,খুলনা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানে খুলনা মহানগরীতে তীব্র পানির সংকটে নাগরিক ঐক্যের খুলনা মহানগরী শাখা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পানির সংকটের ফলে ১৫ লাখ নগরবাসী নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জলবায়ূ পরিবর্তনের কারণে ভূ-গর্বস্থ পানিতে লবণ ও আয়রণের পরিমান বৃদ্ধি পাওয়া এবং গ্রীষ্ম কালে পানির স্তর নিচে নেমে যাওয়া পানি প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখিন হয়েছে।

গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে নাগরিক ঐক্য বলেছে, নগরীতে ২৮-৩৫ ফুট পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উত্তোলন কঠিন হয়ে পড়েছে। মধুমতি থেকে পানি আনার জাইকার প্রকল্প ভেস্তে গেছে। অধিকাংশ উৎপাদক নলকূপই কাজে আসছে না।

২০১০ সালে এডিবি ও জাইকার আর্থিক সহায়তায় ২ হাজার ৫৪৬ কোটি টাকা ব্যয়ে খুলনা পানি সরবরাহ প্রকল্প’র জন্য শুধুমাত্র বাণিজ্যিক হারে সুদ গুণতে হচ্ছে। ৫৮ কিলোমিটার দূর থেকে আনা এ প্রকল্প এখন ঘাড়ের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ওয়াসা এ মুহূর্তে যে পানি সরবরাহ করছে- তা ব্যবহারের অযোগ্য। এ অবস্থার অবসানে খুলনা নগরবাসীকে বাঁচাতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেয়ার জন্য নাগরিক ঐক্য আহবান জানিয়েছে।

অপরদিকে, খুলনায় ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রোগীদের শয্য্ াসংখ্যা বৃদ্ধির দাবিও করা হয়েছে। বিবৃতিদাতারা হচ্ছেন সংগঠনের নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মো. জাকির হোসেন ও সদস্য সচীব কাজী মোতাহার রহমান বাবু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০