1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছয় মাসে এক শিশুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬১৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামে মঙ্গলবার আনুমানিক ১১ টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিয়া নামে ছয় মাসের এক শিশু। মাসহ আরেকজন আহত হয়।
জানা গেছে, বেলা আনুমানিক ১১ টার সময় ব্যাটারি চালিত অটোরিক্সা করে বাড়ি ফেরার পথে চারিপাড়া টু সাজঘর গ্রামের গাজী মার্কেট এলাকায় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়া নামে এক শিশু নিহত এবং আরও ১ জন আহত হয়। মৃত সাদিয়া ওই উপজেলার চান্দিনা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।
স্থানীয় লোকজন জানান, রাস্তায় পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও, চালকের অসতর্কতা বা অদক্ষতার কারণে, অটোরিকশা দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
থানার এসআই হুমায়ন কবির জানান, মুঠোফোনের মাধ্যমে আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। গাড়ির চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে আমরা গাড়িটি থানায় নিয়ে আসি। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের প্রেরণ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০