
খুলনা প্রতিনিধি
আইনের শাসন প্রতিষ্ঠা,আদালত আঙ্গিনায় দুর্নীতি প্রতিরোধ,আইনজীবীদের সুরক্ষার অঙ্গিকারে নিয়ে প্রতিষ্ঠিত এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও আজাদবার্তা সম্পাদক অ্যাড.এম.মাফতুন আহমেদের সভাপতিত্বে সোমবার ১১ এপ্রিল দুপুর ১টায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বটিয়াঘাটার কথিত উপজেলা প্রেসক্লাব সাংবাদিক মোস্তাফা বিলালকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয় অ্যাড.এস.এম.মাসুদুর রহমান মাসুদ,ও পূর্বতন প্রচার সম্পাদক অ্যাড.মো. রায়হান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া সংগঠনের খুলনা আইনজীবী সমিতি ইউনিট শাখায় অ্যাড,নাহিদ সুলতানাকে সভাপতি ও অ্যাড.মনিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী কানিজ ফাতেমা আমিন, অ্যাড. এস.এম.মাসুদুর রহমান মাসুদ,অ্যাড.আবদুল্লাহ-আল-মামুন,অ্যাড.মো.রায়হান আলী,মিতা খাতুন, অ্যাড. নাদিরা নাজনীন,অ্যাড. মনিবুর রহমান,অ্যাড.অজিত বরণ তরফদার প্রমুখ।
উল্লেখ্য সংগঠনের পক্ষ থেকে নয়া সিনিয়র সহ-সভাপতি অ্যাড.এস.এম.মাসুদুর রহমান মাসুদ এর আজ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
বক্তরা কোর্ট আঙ্গিনায় কিছু দুর্নীতিবাজ পেশকারের বেপরোয়া কর্মকাণ্ড চিহ্নিত করে খুলনা আইনজীবী সমিতি ও ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।