
নিজস্ব প্রতিবেদক
মাত্র ১২০ টাকায় আবেদন করে মেধার লড়াইয়ে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দেবীদ্বারের তানজিনা আক্তার।
সোমবার দুপুরে জেলা পুলিশ সৃত্রে জানা যায়- জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫০ জনের মধ্যে তানজিনা আক্তার ছিলেন দেবীদ্বার উপজেলার ধলাহাস গ্রামের ময়নাল হোসেন’র মেয়ে। বাবা ময়নাল হোসেন পেশায় ছিলেন একজন ফেরিওয়ালা।
তানজিনা তার নিজের অনুভূতি প্রকাশ করে বলেন – তার বাবা ময়নাল হোসেন ফেরিওয়ালা। ছয় সদস্যের টানাপোড়েনের সংসারে অষ্টম শ্রেণি পাসের পরই তার বিয়ের চাপ আসে। কিন্তু অদম্য তানজিনা গ্রামের বিভিন্ন বাড়িতে টিউশনি করে পড়াশোনা চালিয়ে গেছেন। ভর্তি হয়েছেন স্থানীয় সরকারি কলেজ ও উচ্চ মাধ্যমিকে। মাত্র ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে মহা আনন্দে চোখের পানি ফেলেন তানজিনা।
রোববার বিকেলে পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে সদ্য নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার সময়
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও পুলিশ প্রধানের (আইজিপি) কঠোর নির্দেশ ছিল একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করা। কোনো রকম দুর্নীতি ও তদবির ছাড়াই জেলায় সাধারণ কোটায় পুরুষ ১২৭ জন, নারী ১২ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।