
নিজস্ব প্রতিবেদকঃ
শেরপুরে শ্রীবর্দীতে পুলিশের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত ২৩ মার্চ এ ঘটনা ঘটলেও ভিডিওটি ভাইরাল হয় রবিবার(১০ এপ্রলি)
স্থানীয়রা জানান, জমি নিয়ে হালুয়াহাটি গ্রামের শেখবর আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো জাকির হোসেন জিকোর।
গত ২২ মার্চ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় জিডি করেন শেখবর।পরদিন এসআই ওয়ারেজ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় পুলিশের উপস্থিতিতেই জিকোসহ ৪/৫ জন শেখবর আলীর উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শেখবর।
এ ঘটনায় দায়ের মামলায় মূল অভিযুক্তসহ এই পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এদিকে ভিডিওটি আলোচনায় আসার পর এসআই ওয়ারেজকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।