1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শাজাহানপুরে পুলিশের ঘর পেলেন অসহায় আরিফুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর উপহার ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের অর্থায়নে বগুড়ার শাজাহানপুর থানার চোপিনগর ইউনিয়নের দক্ষিণকামারপাড়া গ্রামের অসহায় আরিফুল ইসলাম ও প্রতিবন্ধী সাহেরা দম্পতিকে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের প্রতিটি থানায় একটি করে ঘর নির্মাণ হস্তান্তর নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সাভির্স ডেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন গৃহহীন পরিবারের কাছে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।

মুজিববর্ষে প্রধানমন্ত্রী নির্দেশনায় গৃহহীন পরিবারের জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন আরিফুল ইসলাম।

তিনি বলেন, আমার মতো অসহায় পরিবারের জন্য পুলিশ গৃহ নির্মাণ করে দিয়েছে।শাজাহানপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা কখনো শেষ হবে না আমার। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল পুলিশ সদস্যদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।

এ সময় চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,থানার এস আই মোহাম্মদ আলী,মুক্তিযোদ্ধ লিয়াকত আলী মাস্টার,মুক্তিযোদ্ধা রাজিবুল ইসলাম,মুক্তিযোদ্ধা আব্দুল কাফী,চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ বাচ্চু,চোপিনগর ইউপি প্যানেল চেয়ারম্যান আরিফ আজাদ পলাশ, ইউপি সদস্য জাহিদুর রহমান,আব্দুল বাসেদ,মোয়াজ্জিম সহ রাজনৈতিক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০