1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় কাজে আসছেনা দুই কোটি টাকার দুটি কালভার্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে

আছিয়া খাতুন ঝিনুক,বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নবনির্মিত দুটি বক্স কালভার্ট কোনো কাজে আসছে না।

খুলনা – দাকোপ মহা সড়কের বটিয়াঘাটা সদরের ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও ফায়ার সার্ভিস স্টেশনের সামনে হাটবাটি এলাকায় এবং হেতালবুনিয়া প্রেমকানন সড়কসংলগ্ন এলাকায় অবস্থিত কালভার্ট দুটি।

কালভার্ট দুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা।
২০২১ সালে নির্মাণকাজ শেষ হয়। কালভার্ট দুটির প্রতিটির দৈর্ঘ্য ৬ মিটার করে। ২০২০-২১ অর্থবছরে উক্ত সড়কের বটিয়াঘাটা সদরের ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও ফায়ার সার্ভিস স্টেশনের সামনে হাটবাটি এবং হেতালবুনিয়া প্রেমকানন সড়কসংলগ্ন এলাকায় দুটি আরসিসি বক্স কালভার্ট তৈরির অনুমোদন দেওয়া হয়। কালভার্টের আশেপাশে নেই কোন নদী নালা বা খাল।

বটিয়াঘাটা প্রেমকানন সড়ক সংলগ্ন এলাকার
কালভার্টের মুখ স্থানীয় রমেশ ঘোষ বালু দিয়ে পুরোটা ভরাট করে রেখেছে। ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। প্রেমকানন এলাকায় অবস্থিত কালভার্টের দুই মুখ বাঁধ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে।
কালভার্ট দুটি দিয়ে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।
এতে একদিকে ফসল উৎপাদনে যেমন বিঘ্ন ঘটছে, অন্যদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সওজের খুলনা অফিস সূত্রে জানা যায়,সওজ বিভাগের অধীনে থাকা গল্লামারী সেতু থেকে দাকোপ উপজেলার নলিয়ান পর্যন্ত গল্লামারী বটিয়াঘাটা দাকোপ – নলিয়ান ফরেস্ট জেলা সড়কটির দূরত্ব ৫৪ কিলোমিটার।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন, বিষয়টা তিনি জানেননা। খুলনা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী, মোঃ আনিসুজ্জামান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি আমি দেখছি। যারা বালু ভরাট করে রেখেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০