
বটিয়াঘাটা প্রতিনিধি
আজ শনিবার বটিয়াঘাটা এক তরমুজ কৃষক হঠাৎ অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভর্তির কিছু সময়ের মধ্যে সে মারা যায়। কৃষকের বাড়ি খুলনার পাইকগাছা থানার উত্তর খড়িয়া গ্রামে। ঐ এলাকার
রাজেন্দ্র নাথ গাইনের পুত্র উত্তম গাইন (৩৫)। এলাকাবাসি জানায়,সে দুই মাস আগে বটিয়াঘাটা থানার বারুইয়াবাদ গ্রামে আসে। এলাকার নিখিল বালার বাড়িতে থেকে সে তরমুজ খেতে কাজ করত। মৃত্যুর দিন সে খেতে সকালে তরমুজ খেতে সার ও কীটনাশক প্রয়োগ করছিল। কীটনাশক দিতে দিতে উত্তম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের চিকিৎসকরা বলেন, মৃত্যু কারন জানা যায়নি। তবে প্রাথমিক ধারনা করা হচ্ছে কীটনাশক দিতে গিয়ে বিষ তার নাকে মুখের ভিতরে গিয়েছে। তাই তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত ছাড়া মৃত্যু বিস্তারিত বলা সম্ভব নয়। এরিপোর্ট লেখা পযর্ন্ত লাশ বটিয়াঘাটা হাসপাতালের মর্গে ছিলো ।