
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর নানুয়ার দিঘির পাড়ের নিজ বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার(৯ এপ্রিল) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। মেয়র সাক্কুর ব্যাক্তিগত সহকারী কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়রের চার তলা ভবনের নিচ তলায় সকল ফ্ল্যাটের বিদ্যুতের মিটার লাগানো হয়েছে। এই মিটারের সাথে থাকা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগে। ফ্ল্যাটের লোকজন দেখেই ফায়ার সার্ভিসকে কল দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডের সময় মেয়র সাক্কু ঢাকায় থাকলেও তার পরিবারের অন্য সদস্যরা ভবনের চতুর্থ তালায় ছিলেন। এসময় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে দ্রুত তাদের সরিয়ে নেয়া হয়।
ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, আগুন লাগার সাথে সাথেই আমরা খবর পাই। পরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। নিচ তলার স্টোর রুমের কিছু জিনিসপত্র পুড়ে গেছে। এই ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি।