1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রসহ নিহত-৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৭২০ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ :প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকালে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার সিকির বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)। এর মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ ‍লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ও মুরাদ গাজী একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কভার্ড ভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যূরালের কাছে পৌঁছালে বিপরীতমুখি একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটর সাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে মারা যান। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০