1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শিক্ষাকে গুরুত্ব দিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামীর বাংলাদেশে যে শিক্ষা ছাড়া উন্নয়ন ঘটানো সম্ভব নয়, তা উপলব্ধি করেই জাতির পিতা বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।
শনিবার (১৯ মার্চ) বিকালে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের শুধু একটি জাতিসত্তাই দেননি, পথ দেখিয়েছেন, প্রযুক্তিনির্ভর একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশের‌।
অর্থমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী প্রাচীন এক আলোকিত জনপদ আমাদের কুমিল্লা। এ আলোকদীপ্তির অন্তরালে যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনন্য অবদান রেখে চলছে, সেটি হলো বাগমারা উচ্চ বিদ্যালয়। বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আলো ছড়ানো একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২১ সালে শত বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার।
বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, সদস্য সচিব কামাল হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ, সাবেক প্রধান শিক্ষক মো. কুদরত উল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, পুলিশ সুপার হায়াতুন্নবী, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদারসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০