
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে আলাদা দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন আহত।
সোমবার (০৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু সড়কের গোপালগঞ্জ শহরের প্রেসক্লাব এলাকায় ও কোটালপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়ার মহানন্দ মন্ডলের ছেলে মধুসূধন মন্ডল (৬০) এবং কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের উজ্জল শেখের ছেলে ইমাম উদ্দিন (৪)।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আজাদ ও গোপালগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় শিশু ইমাম উদ্দিন তার বাড়ির পাশের রকিবুল ইসলাম নামে এক যুবকের সাথে ব্যাটারী চালিত ভ্যানে ঘুরতে যায়। এসময় মোড় ঘুরতে গেলে ভ্যানটি উল্টে গেলে নিচে চাপা পড়ে শিশু ইমাম উদ্দিন গুরুতর আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে গোপালগঞ্জ থানার এসআই বিশ্বজিৎ ঘোষ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুর সড়কের জেলা শহরের প্রেসক্লাব এলাকায় মোটর সাইকেলের সাথে ব্যাটারী চালিত ইজি বাইকের সাথে সংঘর্ষে ঘটে। এতে ইজিবাইক চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে দেয়ালের সাথে সজোরে ধাক্কা লেগে ইজি বাইকটি উল্টে গেলে নিচে চাপা পড়ে যাত্রীরা। এসময় চালকসহ ৪ জন আহত হয়। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার ইজিবাইক যাত্রী মধুসূধন মন্ডলকে মৃত ঘোষনা করেন। বাকী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।