
দেশের ঘটনা
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ‘ দেবীদ্বার শিশু মাতৃ হসপিটাল লিঃ’ পরিবার। শুক্রবার সন্ধায় এক বার্তায় ‘দেবীদ্বার শিশু মাতৃ হসপিটাল লিঃ’পরিবারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান (আনিছ) দেশবাসী সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানান।তিনি বলেন- ‘২০২২সাল হোক আমাদের স্বপ্নপূরণে অঙ্গিকার । নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও কল্যাণ। অতীত অর্জন ও সাফল্যকে ভিত্তি করে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ- এ হোক নতুন বছরে আমাদের অঙ্গীকার। বিগত বছরের সকল অকল্যাণ ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছর আমাদের সবার জন্য বয়ে আনুক সমৃদ্ধি ও সোনার বাংলাদেশ। “দেবীদ্বার শিশু মাতৃ হসপিটাল লিঃ” এর পরিবারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা সকল শেয়ার হোল্ডার এবং স্টাফ ও শুভানুধ্যায়ীকে নতুন বছরের শুভেচ্ছা।