
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত ৩০জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নেন নব নির্বাচিত চেয়ারম্যানগণ।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর কাশিয়ানী উপজেলার ১৪ ইউনিয়নে ও ২৮ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।