1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাইকোর্টে রিট খারিজ: নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪, মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা পেতে হাইকোর্টে লড়বেন,কর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু দেবীদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচন করতে বাধা নেই,করেছে ঋণপরিশোধ নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে মন্জু মুন্সীর আবেদন কুমিল্লায় বাস,অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে,অগ্নিদগ্ধ নিহত- ৪ সীমানার জটিলতায় পাবনা- ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত দেবীদ্বারে আল- মানার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা বই ও পুরস্কার বিতরণ

লালপুরের গাছিরা খেজুরের রস-গুড় সংগ্রহে গাছ প্রস্তুতি কাজে ব্যাস্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১০৩২ বার দেখা হয়েছে
 মোঃ মিঠুন ইসলাম,নাটোর- প্রতিনিধি //
শীতের আগমনে খেজুর রস-গুড় সংগ্রহের জন্য দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় নাটোরের লালপুরে উপজেলার সালামপুর , ভেল্লাবাড়ীয়া কচুয়া ,পাইকপাড়া, ঢুসপাড়া ,বিলবাড়ীয়া , মহরকয়া ,বাকনা এলাকায় শীত মৌসুমের শুরু থেকেই সুমিষ্ট খেজুর রস সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করে চলেছে গাছিরা। গাছ কেটে রস থেকে গুড় সংগ্রহের জন্য শীত আসার সাথে সাথে খেজুর গাছ পরিষ্কারের মাধ্যমে গাছ প্রস্তুতি করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস সংগ্রহের জন্য গাছে চাচ‌ করা হয় ঐ চাচের উপর থেকে নিচের দিকে নালী তৈরী করে বাঁশের নল বসিয়ে নলের দুই পাশে বাঁশের শলার খুটি বসিয়ে মাটির হাড়ি পেতে রাখতে হয়। পর দিন খুব সকালে প্রতিটি গাছ হতে রসের হাড়িগুলো নামিয়ে রস একত্র করে ড্রামে জাল দিয়ে গুড় বা পাটালী তৈরি করা হয়। প্রতিদিন খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তা জ্বালানোর কাজ শেষে গুড়-পাটালী তৈরী করে বাজারে নিয়ে ভেজাল মুক্ত গুড় এবং পাটালী বানিয়ে ভাল দামে বিক্রয় করে গাছিরা সংসার চালিয়ে থাকেন ।
বর্তমান প্রজম্মের লোকেরা এই খেজুর গাছ ঝোড়া(পরিষ্কার)কাজ করতে চায় না বলে অনেক খেজুর গাছ পরে আছে বলেও জানান বয়স্ক গাছিরা । অপর দিকে , গাছিরা শীত মৌসুমে খেজুর গাছের রস সংগ্রহের জন্য তাদের ব্যবহৃত নতুন ও পুরাতন বাটাল বানানো এবং পুরানোর জন্য কামাড়ের দোকানে ভিড় করছেন। এবং অন্য দিকে কুমোরদের কাছে ও গাছিদের রস সংগ্রহের হাড়ি দিতে ভির করতে দেখা গেছে। স্থানীয় কিছু কুমোরদের সাথে কথা বলে জানা যায়, এই মৌসুমে মাটির হাড়ি তৈরি করে সেটি পুড়িয়ে রাখলে হাড়ির চাহিদা এবং ভাল দামে বিক্রয় করে লাভবান হওয়া যায়।কিন্তু গত করোনা ভাইরাস এর কারণে তারা গতবছরে হাঁড়ি পাতিল বানিয়ে সরবরাহ করতে পারেনি , একারনে তারা আর্থিক সংকটে আছেন বলে জানান। , অনেক খেজুর গাছ কেটে ফেলার কারণে আগের তুলনায় বর্তমান খেজুর গাছের সংখ্যা অনেক কমে গেছে। খেজুর রস, গুড়-পাটালীর স্বাদ ভাল এবং চাহিদা বেশি হওয়ায় খেজুর রসের ভিজাপিঠা, কাঁচা রসের ক্ষীর, পায়েস, ভাপা পিঠা, পাটালী সবার মুখে যেন শীতকালে নিত্য দিনের সঙ্গী হয়ে ছিল। খেজুর রসের গুড় এবং পাটালী তৈরী করে এলাকার মানুষের শীতের পিঠা খাওয়া, পরিবারের চাহিদা মিটানোসহ বাজারে বিক্রয় করে লাভবান হয়ে থাকতেন এলাকার গাছিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০