
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে মো. নিরব হোসেন (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এক ‘জুলাইযোদ্ধা’র বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মরহুম মতিউর রহমান মিয়ার ছেলে। তিনি দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
নিরব হোসেনের বড় ভাই ও দৈনিক জনকণ্ঠের এজিএম (পরিবহন) মো. বাহাদুর হোসেন জানান, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে নিরব তার এক বন্ধুর সঙ্গে জাতীয় সংসদ ভবন এলাকায় যান। সেখানে অতিরিক্ত ভিড়ের চাপে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত নিরব হোসেন এক ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল। পরবর্তীতে সরকার তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠায় এবং চিকিৎসা শেষে সম্প্রতি সে দেশে ফেরে।