
কুমিল্লা দেবীদ্বারে ইয়াবা সেবনের দায়ে মো. শরীফ (২৬) নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের পশ্চিম পোমকারা গ্রামের ফুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। শুক্রবার সকালে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় স্থানীয়রা দেবীদ্বার পৌরসভার ডায়না হোটেলের সামনে মাদক সেবনকারী মো. শরীফকে ইয়াবা সেবন করা অবস্থায় দেখে তাকে আটকে রাখে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) মো. ফয়সাল উদ্দিন থানা পুলিশকে সাথে নিয়ে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. শরীফ(২৬) কে ইয়াবাসহ আটকরত অবস্থায় দেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এছাড়াও নগদ ৫০০ টাকা অর্থদন্ড জরিমানা করেন