
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খান সহ কেন্দ্রেীয় ছাত্রদলের ৮ নেতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন। শেখ হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় রোববার (২১ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বুধবার (২৪ সেপ্টেম্বর) ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তারা কারামুক্ত করা হয়। মুক্তি পাওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেনকেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ ও সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল।