1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাইকোর্টে রিট খারিজ: নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪, মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা পেতে হাইকোর্টে লড়বেন,কর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু দেবীদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচন করতে বাধা নেই,করেছে ঋণপরিশোধ নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে মন্জু মুন্সীর আবেদন কুমিল্লায় বাস,অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে,অগ্নিদগ্ধ নিহত- ৪ সীমানার জটিলতায় পাবনা- ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত দেবীদ্বারে আল- মানার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা বই ও পুরস্কার বিতরণ

দেবীদ্বারে প্রতিমা তৈরি শেষে চলছে,রঙ এর সাজসজ্জা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে প্রতিমা তৈরি শেষে চলছে,রঙ এর সাজসজ্জা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা দেবীদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা। কাঠামো তৈরির কাজ শেষ করে এখন চলছে রং-তুলি আর অলঙ্করণে প্রাণ দেওয়ার কাজ। প্রতিমার চোখ আঁকার সূক্ষ্ম শিল্পকর্মে ফুটে তুলছে দেবী দুর্গার অপরূপ।
আয়োজকরা জানিয়েছেন,আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে মা দুর্গা গজে চড়ে মর্ত্যলোকে আসছেন শান্তির বার্তা নিয়ে।
মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে এবং আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়াদশমীতে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি বিদ্যুৎ, আলো ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পূজা ভক্তদের।
সোমবার দুপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহবায়ক অধ্যাপক বিমল দত্ত জানান- এ বছর উপজেলায় মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট দাড়িয়েছে ১০৩ টি।
গেল শুক্রবার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা উপজেলার বিভিন্ন মন্ডবে কারিগররা ফুটিয়ে তুলছেন দূর্গা, প্রতিমা তৈরি করে রং এর আচড় লাগিয়ে মণ্ডব গুলিতে সুন্দর রুপে ফুটিয়ে তুলার প্রতিযোগিতা করছে কারিগরেরা। এ জন্য স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করাচ্ছেন পূজা কমিটির আয়োজকরা।
চাপানগর শাহ পড়ার বড় বাড়ির বজন চন্দ্র সাহা বলেন, শারদীয় দূর্গা পূজায় ছোট ছেলে- মেয়েরা বেশী আনন্দ করে, মেয়েরা স্বামী বাড়ির থেকে বেশী পৃত্রালয়ে আসা পছন্দ করে । গুনাইঘর গ্রামের ধর বাড়ির নিখিল চন্দ্র ধর জানান- মুন্সিগঞ্জের কারীগর যতিন্দ্র বাবু কে দিয়ে এবারের মন্ডব তৈরি করি এতে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়, তবে রেডিমেট তৈরি করা মন্ডব আনলে খরচ বাঁচে কিন্তু সুন্দর কম হয়। ছেপাড়া গ্রামের ৭ ম শ্রেনীর ছাত্র রাহুল দেব জানান – পূজার ছুটিতে স্বাধীন ভাবে ঘুরাঘুরি করা সবচেয়ে আনন্দ বেশী পাওয়া যায়। উপজেলার সার্বজনীন দূর্গা মন্দিরের মন্টু শাহা জানান, পূজা উদযাপনে পুরুষেরা ধূতী কাপড় পড়তে বেশী পছন্দ করে। শীল বাড়ির অনিমা রানী দেব জানান- তিনি পূজাতে নাচ দেখতে ও নাচতে বেশী পছন্দ করেন।
দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান আসন্ন শারদীয় দুর্গা উপলক্ষে শান্তিপূর্ন ভাবে পৃজা উযদাপন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে মিটিং করা হবে। আর শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও নিবির
পর্যবেক্ষণ এবং মনিটরিং অব্যাহত থাকবে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান- সনাতন ধর্মাবলম্বীেদের শারদীয় দুর্গা পূজাকে শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশ রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত কন্ট্রোলরুমের মাধ্যমে পর্যবেক্ষণ ও মন্ডবগুলিতে সিসি ক্যামেরা বসিয়ে প্রশাসনের টিম গঠন করে মনিটরিং রাখা হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০