1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে প্রতিমা তৈরি শেষে চলছে,রঙ এর সাজসজ্জা দেবীদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার দেবীদ্বারে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে র‍্যালী ও জশনে জুলুস উদযাপন নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যু কুমিল্লায় বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১ দেবিদ্বারে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আশেকে রাসূল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ২০, আহত ১৭১!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ২০, আহত ১৭১!
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেশের ঘটনা ডেস্ক

আজ বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরা সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যাদের বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী। এছাড়াও, প্রায় ১৭১ জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের একটি বড় অংশও শিক্ষার্থী। এই ঘটনা পুরো দেশকে শোকাহত করেছে।
আজ সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে।
হাসপাতাল ভিত্তিক হতাহতের তথ্য:-
* কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই।
* জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২ জন।
* ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১ জন।
* সিএমএইচ-ঢাকা: আহত ১৭ জন, নিহত ১২ জন।
* কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২ জন।
* লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১ জন, নিহত ২ জন।
* উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১ জন।
* উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই।
এই ৮টি হাসপাতালে মোট ১৭১ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন এবং ২০ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনাঃ- দুর্ঘটনাটি ঘটে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে, যখন শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল অথবা বের হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকস্মিকভাবে স্কুলের ওপর আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অসংখ্য ছাত্রছাত্রী গুরুতর আহত হন। এই ঘটনাকে স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করছেন প্রত্যক্ষদর্শীরা। ধ্বংসাবশেষের কারণে স্কুল প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উদ্ধার অভিযান ও আহতদের অবস্থাঃ- খবর পাওয়ার পরপরই এলাকার সাধারণ জনগণ সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী সহ সামরিক, আধাসামরিক এবং বেসামরিক বাহিনীর সদস্যরা। তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সিএমএইচ- ঢাকা, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার-উত্তরা, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল সহ ঢাকার বিভিন্ন হাসপাতাল ও নিকটস্থ অন্যান্য ক্লিনিকে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের খোঁজে বিভিন্ন হাসপাতালে স্বজনদের ভিড় ক্রমেই বাড়ছে। তবে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহত ও নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। সরকারের শোক ও তদন্ত কমিটি ঘোষণাঃ- সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে, এবং দেশবাসী নিহতের পরিবারবর্গ ও আহতদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০