কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় মিয়াবাজার হাইওয়ে ইন হোটেলের স্টাফ, উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন বসন্তপুর দক্ষিণ পাড়ার নাছির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন বসন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ছয়টা দিকে নবগ্রাম রাস্তার মাথায় ডিউটিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি কাভার ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শাহাব উদ্দিন জানান, শুক্রবার ভোরে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে আসি।
Notifications