1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

দেবীদ্বারে নির্বাচনী সহিংসতায় ‘নৌকা’ সমর্থকের মৃত্যুর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকায় নৌকার এক সমর্থক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তি দেবীদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর (দঃ) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের মৃত; আবদি মিয়ার ছেলে। রোববার সকাল ১০টায় উপজেলার ১০ নং গুনাইঘর (দঃ) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৭৭ নং কাশারিখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নোয়াব আলীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মো. জুয়েল রানা জানান, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর তার চাচা মো. সেলিম মাষ্টার(নৌকা সমর্থক)’র সাথে ভোট দেয়া নিয়ে কথা বলেন। দু’জনেই কি বিষয় নিয়ে তর্ক করেন। এসময় ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে বাবার গলায় পেচানো গামছা ধরে হেচকা টান দিলে তিনি মাটিতে পড়ে যান। এসময় তাকে তুলে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঈগল সমর্থকদের দেখলে চেনেন কিন্তু নাম জানেন না বলেতে পারেননি। এ ব্যপারে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয় নিশ্চিত বলা যাবে। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন মৃত ব্যাক্তি হাসপাতালে আছে মর্মে সংবাদ পেয়েছি, ডাক্তার বলেছেন তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক সহিংসতায় নাকি অন্য কোন ঘটনায় তা তদন্তের পূর্বে কিছু বলা যাবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০