
ফারুক মিয়া:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে তিলকপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন বাবু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তিলকপুর পূর্বপাড়া নীজ বসত ঘরে বিদ্যুৎতের সুইস লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
নিহত জিহাদ হোসেন বাবু মিয়া (২০) দেওয়ানগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের সামিউল হক(গেন্দার) ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার তিলকপুর নীজ বাড়ীর বসত ঘরে বিদ্যুৎতের সুইস লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে জিহাদ হোসেন বাবুকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।