1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে
  • দেশের ঘটনা ডেস্ক :

গাজীপুর কাশিমপুর কারাগারে আসাদুজ্জাম হিরা খান( ৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার দুপুরে সে মারা যায়।
নিহত আসাদুজ্জামান( ৪৫) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে – ২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান শুক্রবার সকালে ওই বিএনপির নেতার বুকে ব্যথা শুরু হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর জেলা কারাগারে নেওয়া হয়, পরে ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে তাকে আনা হয়।
শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান গত ২৮ অক্টোবর ঢাকা বিএনপির সমাবেশে যোগ দেন আসাদুজ্জামান। পরে সমাবেশ থেকে আসলে শ্রীপুর রেলস্টশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিলে আদালত তাকে কারাগারে পাঠান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০