1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

নওগাঁ সদরে তুলসীগঙ্গা নদীর বেড়ীবাধের উপরে পাকা রাস্তার পাশে রিংকু (২৫) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। নিহত রিংকু পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের আক্কেলপুর থানার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সদর থানার তিলকপুর ইউপির নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর বেড়ীবাধের উপর পাকা রাস্তার পাশে মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। তাৎক্ষণিকভাবে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। পরে সেই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০