1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

বগুড়ায় মুখোশ পরে ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয়দিনে বগুড়া সদরে মালবাহী একটি ট্রাকে মুখোশ পরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় ট্রাকটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকে বালু আর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাক চালকের সহকারী শাওন ইসলাম বলেন, মঙ্গলবার চট্টগ্রাম থেকে নির্মাণ সামগ্রীর মালামাল নিয়ে বগুড়ার মহাস্থানগড়ে এসেছিলাম। আজ সেখান থেকে মালামাল আনলোড করার জন্য বগুড়া সদরের পল্লীমঙ্গল যাচ্ছিলাম। পথে বাঘোপাড়াতে কিছু যুবক পেছনে গোকুল থেকে অটোরিকশায় এসে ট্রাক থামাতে বলেন। তারা সাতজন ছিলেন আর সবার মুখেই মুখোশ পরা ছিল। কিছু বুঝে উঠার আগেই ট্রাক ভাঙচুর শুরু করে পেট্রোল ছিটাতে থাকেন দুর্বৃত্তরা। জীবন বাঁচাতে ট্রাক থেকে নেমে আমি ও চালক পালিয়ে যাই। এরপরে তারা ট্রাকে আগুন দিয়ে আবারও অটোরিকশাতে চড়ে গোকুল দিকে চলে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী মুরাদ হাসান নামে এক প্রকৌশলী বলেন, সাতজন যুবক গোকুল দিক থেকে এসে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের সবার মুখে মুখোশ ছিল। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ট্রাকটিতে নির্মাণ সামগ্রীর প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। সার্বক্ষণিক টহল রয়েছে এরপরও দুর্বৃত্তরা চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। তাদের কঠোরভাবে দমন করা হবে। এর আগে অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুপুরে একই এলাকায় এ.জে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় পিকেটাররা। এতে ভ্যানে থাকা গ্রাহকদের মোবাইল, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০